যে মসজিদের ইমাম নারী
ডেনমার্কে নারীদের জন্য প্রথমবারের জন্য নির্মিত হয়েছে পৃথক মসজিদ। তবে এর প্রতিষ্ঠাতাদের দাবি, এখানে চাইলে পুরুষরাও একসঙ্গে নামাজ পড়তে পারবেন। তবে মসজিদের ইমামের দায়িত্ব পালন করবেন একজন নারী।
রাজধানী কোপেনহেগেনে মরিয়ম মসজিদটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন ডেনমার্কে জন্ম নেওয়া সিরিয়ান বংশোদ্ভূত শেরিন খানকান। মূলত ধারাভাষ্যকার হিসেবেই তিনি বেশি পরিচিত।
নারীদের জন্য এ ধরনের মসজিদ প্রতিষ্ঠার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে পুরুষতান্ত্রিক কাঠামো রয়েছে, তা ভেঙে স্বাভাবিক করতেই এ উদ্যোগ। শুধু ইসলামেই নয়, ইহুদিবাদ ও খ্রিষ্টান ধর্মেও এই পুরুষতান্ত্রিকতা রয়েছে। আমরা এটাকে চ্যালেঞ্জ জানাতে চাই।’
শেরিন দাবি করেন, ইসলামি ঐতিহ্য নারীদের ইমাম হওয়াকে অনুমোদন করে। তবে অনেকেই অজ্ঞতার কারণে এর সমালোচনা করে থাকেন।
তিনি জানান, অনেকেই তার এ কাজকে সমর্থন করছেন। কেবল রক্ষণশীলরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত, মুসলিম শরিয়াহ আইন অনুযায়ী, নামাজে নারীদের ইমামের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে দাবি রক্ষণশীলদের। এ ছাড়া নারীদের জন্য পৃথক মসজিদ নির্মাণকেও ইসলাম সমর্থন করে না বলে দাবি তাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন