যে মিথ্যাগুলো সম্পর্কের জন্য ভালো!
বলা হয়ে থাকে, বিশ্বাসই সম্পর্ককে ধরে রাখে। কিন্তু অনেক সময় কিছু কিছু মিথ্যাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। কিছু মজার মিথ্যা সম্পর্কে বলাই যায়। তাই না? এসব মিথ্যা সম্পর্ককে নষ্ট করে না, বরং এগুলো সম্পর্কে প্রাণ ধরে রাখে। টাইমস অব
ইন্ডিয়ায় সম্পর্ক প্রাণবন্ত করতে ছোট ছোট কিছু মিথ্যা বলার পরামর্শ দেওয়া হয়েছে—
পুরুষরা যে ধরনের মিথ্যা বলতে পারেন—
১. দেখ, তোমার মা আমারও মা। তাই এমনটা ভাবার কারণ নেই। আমার বিষয়টি বোঝার চেষ্টা করো। আমি খারাপ কিছু বলিনি।
২. এটা আমার টুথব্রাশ না, এই মোজা আমার না। এই তোয়ালে আমার না। যখন আপনার সঙ্গী ঘর এলোমেলো দেখে আপনার সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, ঠিক তখনই এই মিথ্যাগুলো বলবেন। দেখবেন, কিছুক্ষণ পর সে হেসে দেবে। ব্যস, ঝগড়া শেষ।
৩. তুমি অযথাই চিন্তা করছ। তুমি জানো যে এই রুমের মধ্যে তুমিই সবচেয়ে সুন্দরী নারী।
৪. আমি অনেক নারীকেই দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে খুঁজে পাইনি। তুমি আমার কাছে বিশেষ নারী।
৫. আমি তোমাকে কতটা ভালোবাসি, এটার প্রমাণ চাও? শোনো, প্রতিদিন যখন আমি কাজের জন্য ঘরের বাইরে এক পা দিই, ঠিক সেই মুহূর্ত থেকে আমি তোমাকে মিস করতে শুরু করি।
৬.আমি পর্নোগ্রাফি খুব একটা পছন্দ করি না। আমার খুবই বিরক্ত লাগে এসব জিনিস দেখতে।
নারীরা যে ধরনের মিথ্যা বলতে পারেন—
১. বিশ্বাস করো, তুমিই আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি এতটা ভালোবেসেছি।
২. আমি অনেক বুড়ো হয়ে গেলেও ঠিক এতটাই তোমাকে ভালোবাসব।
৩. না, ঠিক আছে, তুমি দেখো। আমার কোনো সমস্যা হচ্ছে না।
৪. আমি তোমাকে বাধা দেবো না, তুমি যাও। আমি তো আছি। আমাদের সন্তান আর তোমার মাকে ঠিক দেখে রাখার দায়িত্ব আমার।
৫. আমি তোমাকে বদলাতে চাই না। তুমি যেমন, আমার ঠিক এমনটাই পছন্দ।
৬. আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না। বিশ্বাস করো, এভাবে আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারব না।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন