যে শর্তটির জন্য বাতিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ!
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ সফরে আসার জন্য বিসিবিকে ফোন দেয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের মুখ্য কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এটি গণমাধ্যমকে জানান। পরে সময় ও ম্যাচ ঠিক করা নিয়ে কথা হয় দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে।
কথার বাঁকে বাঁকেই আটকে যায় সিরিজ। সময় নিয়েই জটিলতা। বিসিবি চেয়েছিলো এপ্রিলেই সিরিজের ব্যবস্থা করতে। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড বলে নভেম্বরের কথা। নভেম্বরে বিপিএল রয়েছে। এ সময় ক্যারিবীয়দের সাথে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এসব জালেই মূলত: আটকে যায় দুই দেশের সিরিজ। এক কথায় দুই দেশের দেয়া সময়ের শর্ত না মেলায় ভেস্তে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। পরে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জানায় ২০১৭ সালের ফেব্রুয়ারির কথা। এখানেই থেমে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন