যে সিনেমা দেখে বলিউডের প্রেমে পড়েছিলেন সানি লিওন

বলিউডে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠা করার পর সানি লিওনকে এখন প্রতিদিনই কোন না কোন সাক্ষাৎকার দিতে হয়। সে সব সাক্ষাৎকারে বেশিরভাগ প্রশ্নই হয় মোটামুটি কমন। কিন্তু মাঝেমাঝে সেইসব সাক্ষাৎকারে উঠে আসে সানির জীবনের বেশ কিছু নতুন তথ্য।
এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, প্রথম কোন বলিউড সিনেমা আপনি দেখেন? সানি জবাবে বলেন, সেটা একদম সঠিক মনে করতে পারছেন না। তবে শাহরুখ খানের কোন একটা ছবি ছিল সেটা মনে আছে। আর কিং খানের সেই সিনেমা দেখার পরই বলিউড নিয়ে আগ্রহ তৈরি হয় বলে সানি জানান। কী অবাক করা কথা, যে শাহরুখের সিনেমা দেখে বলিউডকে চিনেছিলেন, সেই শাহরুখের রইসই অভিনয় করবেন তিনি।
একই সঙ্গে বলিউডের বেবি ডল জানান, প্রথমে তিনি বিগ বস অনুষ্ঠানে আসবেন কি না নিশ্চিত ছিলেন না। কিন্তু পরে ড্যানিয়েলের সঙ্গে আলোচনা করে বিগ বসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন মন দিয়ে বলিউডে অবিনয় করতে চান। তারপরই নামবেন প্রযোজনায়।
আগামী সপ্তাহে রিলিজ করছে সানির ইরোটিক থ্রিলার ‘বেইমান লাভ’। সানির পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছে, তাই বেইমান লাভকে নিয়ে একটু আলাদা প্রত্যাশা থাকবে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন