শনিবার, নভেম্বর ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে স্মার্ট ফোন গুলোতে আসছে মার্শমেলো

অ্যান্ড্রয়েডের সদ্য সংস্করণ মার্শমেলো। ললিপপের চেয়ে বেশ হালকা এবং ব্যবহারবান্ধব অপারেটিং সিস্টেমটি নিজের স্মার্টফোনে পাওয়ার অপেক্ষায় অসংখ্য ব্যবহারকারী। গুগল নেক্সাসের নতুন দুটো মডেলের মাধ্যমে মার্শমেলো বাজারে ছেড়েছে। নেক্সাসে আগের দুটো মডেল নেক্সাস ৬ এবং নেক্সাস ৫-এ মার্শমেলোর আপগ্রেড ইতিমধ্যে আপগ্রেড দিয়ে দিয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্র্যান্ডের মোবাইল নির্মাতারা তাদের বিভিন্ন মডেলে মার্শমেলোর আপগ্রেড দিয়ে দেবে। এখানে দেখুন, ৯টি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের অনেকগুলো মডেলে খুব শিগগিরই মার্শমেলো চলে আসবে।

১. মটোরোলা : এর অনেকগুলো মডেলেই মার্শমেলো চলে আসবে। এগুলো হলো, মটো এক্স স্টাইল, মটো এক্স প্লে, মটো জি (জেনারেশন ৩), মটো এক্স (জেনারেশন ২), মটো এক্স (জেনারেশন ২), মটো জি (জেনারেশন ২), মটো টার্বো, মটোরোলা ড্রয়েড টার্বো (শুধুমাত্র আমেরিকায়), মটো এক্স পিওর এডিশন (শুধুমাত্র আমেরিকায়) এবং মটো ম্যাক্স (শুধুমাত্র আমেরিকায়)।

২. স্যামসাং : এরা এখনো তাদের তালিকা প্রকাশ করেনি। তবে বিভিন্ন ক্যারিয়ার বেশ কয়েকটি মডেলের কথা জানিয়েছে। এগুলো হলো, স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস, স্যামসাং গ্যালাক্সি নোট৫, গ্যালাক্সি এ৮, গ্যালাক্সি এস৬ এজ, গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি নোট ৪, আলফা এবং গ্যালাক্সি এস৫।

৩. গুগল নেক্সাস : নতুন নেক্সাস ৫এক্স এবং ৬পি তো মার্শমেলো নিয়েই বাজারে এসেছেন। এ ছাড়া আগের নেক্সাস ৬ এবং নেক্সাস ৫-কে আপগ্রেড দেওয়া হয়েছে।

৪. এলজি : বেশ কয়েকটি মডেল মার্শমেলো পেতে চলেছে। এদের নাম দিয়েছে ক্যারিয়ারগুলো। মডেলগুলো হচ্ছে, এলজি জি৪, জি ফ্লেক্স ২, জি৩ এবং জি স্টাইলো (টি-মোবাইল সংস্করণের জি৪ স্টাইলাস)।

৫. এইচটিসি : এদের অনেকগুলো মডেল নতুন অপারেটিং সিস্টেম পাবে। এদের মধ্যে আছে এইচটিসি ওয়ান এম৯ প্লাস, এইচটিসি ওয়ান ই৯ প্লাস, ওয়ান এম৯, ওয়ান এম৮, ওয়ান ই৮, ওয়ান এমই, ওয়ান এম৮ আই, বাটারফ্লাই ৩, ডিজায়ার ৮২৫, ডিজায়ার ৮২০, ডিজায়ার ৮১৬ এবং ওয়ান এম৮ গুগল প্লে এডিশন।

৬. সনি : অনেকগুলো মডেলে আসবে মার্শমেলো। সনি এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়াম, সনি এক্সপেরিয়া জেড৫, এক্সপেরিয়া জেড৫ কম্প্যাক্ট, জেজ৩ প্লাস (জেড৪ নামেও পরিচিত), সি৫ আলট্রা, সি৪, এম৫, এম৪ অ্যাকোয়া, জেড৩, জেড৩ভি, জেড৩ কম্প্যাক্ট, জেড২ এবং জেড আল্ট্রা গুগল প্লে এডিশন এ তালিকায় রয়েছে।

৭. আসুস : এ প্রতিষ্ঠানের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলে আসবে মার্শমেলো। এগুলো হলো, আসুস জেনফোন ২, জেনফোন ২ ডিলাক্স, জেনফোন ২ লেজার, জেনফোন সেলফি এবং জেফোন গো।

৮. জিয়াওমি : অ্যান্ড্রয়েড ৬.০ আসছে জিয়াওমি এমআই নোট ২, রেডমি ২ প্রাইম, রেডমি ২, এমআই ৪আই, এমআই৪, এমআই নোট, এমআই নোট প্রো, রেডমি ১এস এবং রেডমি নোট মডেলগুলোতে।

৯. ওয়ানপ্লাস : এই ব্র্যান্ডের দুটো মডেলে নতুন অপারেটিং আসবে। এগুলো হচ্ছে ওয়ানপ্লাস ২ এবং ওয়ানপ্লাস ওয়ান। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!