যে হোটেল খোলাই হয়েছিল বোর্ডারদের গোপনীয়তা নজরে রাখার জন্য
আবাসিকদের যৌনজীবন প্রত্যক্ষ করাই ছিল জেরাল্ড ফুস-এর উদ্দেশ্য । তাঁর এই দর্শকামী কর্মকাণ্ডে দোসর হিসেবে ছিলেন তাঁর স্ত্রী।
১৯৮০-র জানুয়ারিতে মার্কিন লেখক গে টেলেস অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে একটা চিঠি পান। সেই সময়ে টেলেস ‘দাই নেবার্স ওয়াইফ’ নামের এক উপন্যস লিখে বেশ সাড়া ফেলেছেন। চিঠির লেখক জানান, তিনি টেলেসকে তাঁর ভবিষ্যৎ উপন্যাসের উপাদান জানাতে চান। তিনি জানান একটি মোটেলের কথা, যে মোটেলটি খোলাই হয়েছিল তার আবাসিকদের যৌন কর্মকাণ্ড লুকিয়ে দেখার জন্য।
পরবর্তী ৩৫ বছর ধরে এই অজ্ঞাতনামা মানুষটি টেলেসকে সরবরাহ করেছেন একের পরে এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই তথ্যগুলিকে সম্বল করেই টেলেস লেখেন তাঁর সাম্প্রতিক উপন্যাস ‘দ্য ভয়্যার্স মোটেল’। প্রথাগত রহস্যকাহিনি বলা যায় না, তবু পাতায় পাতায় রোমাঞ্চ এই উপন্যাসের। আর সেই রোমাঞ্চকেই রুপোলি পর্দায় নিয়ে আসতে চলেছেন সিফেন স্পিলবার্গ।
স্পিলবার্গের প্রযোজনায় ‘দ্য ভয়্যার্স মোটেল’ ছবিটি পরিচালনা করবেন ‘স্কাইফল’ এবং ‘স্পেক্টর’-খ্যাত স্যাম মেন্ডেস। ছবিতে দেখা যাবে, জেরাল্ড ফুস নামে এক ব্যক্তি ডেনভারে একটি ২১ ঘর বিশিষ্ট মোটেল তৈরি করেন।আর সেখানে এমন একটা বন্দোবস্ত করেন, যাতে আবাসিকদের যৌনজীবন প্রত্যক্ষ করা যায়। তাঁর এই দর্শকামী কর্মকাণ্ডে দোসর হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী। এভাবেই একদিন তাঁদের নজরে আসে একটি খুনের ঘটনা। তার পরে শুরু হয় আসল রোমাঞ্চ।
জেমস বন্ডের তুফানি অ্যাকশন থেকে ছায়াচ্ছন্ন এক থ্রিলার— মেন্ডেস কি বদলাতে চাইছেন নিজেকে? ‘দ্য ভয়্যার্স মোটেল’ তৈরি হচ্ছে ড্রিমওয়ার্কস-এর ব্যানারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন