যে ১৪টি লক্ষণে বুঝবেন গার্লফ্রেন্ড অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে!
আপনার সম্পর্ক কি আর আগের মতো নেই? কোথাও কি তাল কাটছে? সন্দেহ করছেন আপনার অজান্তে কিছু একটা ঘটছে কিন্তু ঠিক নিশ্চিত হতে পারছেন না? জেনে নিন কী ভাবে বুঝবেন প্রেমিকা আপনাকে ঠকাচ্ছেন কিনা।
১। হঠাত্ রুটিন বদল- আপনার গার্লফ্রেন্ডের রুটিনে কি হঠাত্ পরিবর্তন লক্ষ্য করছেন? সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষই বদলে যায়। কিন্তু সেই পরিবর্তন যদি হঠাত্ করে হয় তবে সতর্ক হন।
২। ফোনে ব্যস্ত- যদি দেখেন আপনার গার্লফ্রেন্ড ফোনে মেসেজ এলেই অন্যমনস্ক হয়ে পড়ছেন, এমনকী আপনার সঙ্গে বেরোলেও অচেনা কারও মেসেজ এলে খুশি হয়ে উঠছেন, এ দিকে আপনাকে তাঁর ব্যাপারে বিশেষ কিছু বলতে রাজি নন, তবে অবশ্যই সতর্ক হয়ে যান।
৩। সময় নেই- আপনার গার্লফ্রেন্ড কি সব সময় ব্যস্ত? আপনার সঙ্গে দেখা করার সময়ই নেই? অথবা ঘুরতে গেলেও কিছু না কিছু জরুরি কাজ এসে পড়ায় চলে যেতে হচ্ছে? সাবধান।
৪। ভয়- উনি কি আজকাল আপনার ব্যাপারে একটু বেশিই খোঁজ নিচ্ছেন? বেশি বাড়াবাড়ি মনে হলে নিজেকে প্রশ্ন করুন সত্যিই কি উনি আপনার খেয়াল রাখছেন? নাকি ধরা পড়ে যাওয়ার ভয় রয়েছে?
৫। অকারণ ঝগড়া- কোনও কারণ ছাড়াই ঝগড়া বাধাতে চাইছেন? অনেকে এ ভাবে অপরাধ বোধ থেকে মু্ক্তি পেতে চান। অকারণ ঝগড়া করে তাঁরা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে প্রমাণ করতে চান।
৬। সেক্স- গার্লফ্রেন্ড সেক্সের ব্যাপারে কি সম্পূর্ণ উত্সাহ হারিয়ে ফেলেছেন? যে কোনও ভাবে আপনার সঙ্গে অন্তরঙ্গতা এড়িয়ে যেতে চাইছেন?
৭। বন্ধু- ওনার কি অনেক নতুন বন্ধু হয়েছেন? যাদের ব্যাপারে আপনি কিছুই জানেন না? উনি কি তাদের সঙ্গে আপনার পরিচয় করাতে চান না? এই আচরণ কিন্তু অত্যন্ত সন্দেহজনক।
৮। সারাদিন বেপাত্তা- উনি কি মাঝে মাঝেই সারাদিন হঠাত্ করে বেপাত্তা হয়ে যান। কোনও যোগাযোগ করেন না? প্রশ্ন করলে হয় মাথা যন্ত্রণা, নয়তো ফোন চার্জে রাখার মতো বাজে অজুহাত দেন?
৯। দেখা না হলেও চলে- আপনার সঙ্গে দেখা করার কি ওনার আর কোনও তাগিদই নেই?
১০। আপনার প্ল্যান- উনি কি আপনাকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে বলছেন বার বার? এটা করছেন যাতে উনিও ওনার নতুন সঙ্গীর সঙ্গে নির্বিঘ্নে সময় কাটাতে পারেন।
১১। ফোন- আপনি ওনার ফোন ধরলেই কি রেগে যাচ্ছেন? সতর্ক হয়ে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন? সাবধান! উনি কোনও কিছু লুকনোর চেষ্টা করছেন না তো?
১২। দোষারোপ- কথায় কথায়, সামান্য কারণে আপনাকে দোষারোপ করছেন? এটা করছেন যাতে ধরা পড়ে গেলে অজুহাত খুঁজতে পারেন।
১৩। মেকওভার- হঠাত্ করেই ওনার সাজগোজ, পোশাক-আশাক সব বদলে গেছে? নতুন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন? আপনার কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে।
১৪। লুকোচুরি- হঠাত্ কি উনি আপনার কাছে অচেনা হয়ে উঠছেন? নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই সচেতন হয়ে পড়েছেন? আপনাকে নিজের সম্পর্কে কিছুই জানাতে চাইছেন না? কী মনে হয় আপনার?
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন