যে ৫ বন্ধুকে জীবনে সবার প্রয়োজন
হাত বাড়ালেই বন্ধু তো পাওয়া যায়। কিন্তু কোন বন্ধুরা জীবনের সব পরিস্থিতিতেই হাত বাড়িয়ে দেয়? বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো থেকে শুরু করে, কাঁধে কাঁধ মিলিয়ে পথচলে। অসময়ে অর্থ দিয়ে না হলেও মানসিক সাহস দিয়ে, শক্তি দিয়ে চাঙ্গা রাখে। বন্ধুকে বন্ধুর মতো ভালোবাসে, বন্ধুত্বের বন্ধনে শাসন করে, অভিমান করে দূরে যায়, কিন্তু বিপদে সবার আগেই ছুটে আসে। এমন পাঁচ ধরনের বৈশিষ্ঠের বন্ধুদের বিষয়ে জেনে নিন। দেখে নিন কোন ধরনের বন্ধু আমাদের সকলের জীবনের প্রয়োজন।
১। লাইফ কোচ: এই ধরনের বন্ধুরা হয় নিজেদের অভিজ্ঞতা থেকে, বা বিচার বুদ্ধি দিয়ে দারুণ সাজেশন দেন। যে কথা অন্যরা উপদেশের মতো করে বলেন, সেই কথাই এরা আপনার মনের মতো করে বুঝিয়ে বলেন। এঁদের মূল্যবান কথা জীবনের অত্যন্ত কঠিন সময়ে আপনার অক্সিজেন হয়ে ওঠে।
২। বিদ্রোহী: এই ধরনের বন্ধুরা আমাদের সকলের জীবনের গোপন অনুপ্রেরণা। যে মোটিভেশন ও সাহসের সঙ্গে এরা নিজেদের জীবন কাটান তা আমাদের উদ্বুদ্ধ করে। এরা যেহেতু নিজেদের ইচ্ছা মতো জীবন কাটান তাই অনেক সময় বন্ধুত্ব রক্ষা করা কিছুটা সমস্যা হয়ে দাঁড়ায়। আবার বিপরীত চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও আপনাদের দুজনের বন্ধুত্ব দেখে অনেকে অবাকও হন। আপনার জীবনের চেপে রাখা ইচ্ছার আয়না হন এই বন্ধুরা।
৩। ধৈর্যশীল শ্রোতা: এরা অনেকটা ভ্যাকুম ব্যাগের মতো। আপনি সব কথা একটুও বিরক্ত না হয়ে শুনে যান এরা। দুঃখের কথা খুলেই বলুন বা মনে জমিয়ে রাখা সব রাগ ঝেড়ে ফেলুন। এরা সব সময় আপনার কথা শুনবে ধৈর্য ধরে। সমাধান দিতে পারুন বা না পারুন অন্যের সমস্যার কথা শুনতে কত জন সময় দেন?
৪। ফ্রেন্ড ফর আ লাইফ: এরা আপনাকে ছোটবেলা থেকে চেনেন। আপকাকে বড় হতে, সফল হতে, বদলে যেতে দেখেছেন। আপনার ব্রেক আপ, সম্পর্ক, পারিবারিক কথা সব এরা জানেন। সব সময়ই আপনি এদের কাছে সমান গ্রহণযোগ্য। এদের কখনও হারাবেন না। এরা আপনার পরিবার।
৫। বুদ্ধিমান বন্ধু: যাকে বলে একটু সবজান্তা, জ্ঞানী গোছের। যে কোনও সমস্যায়, প্রয়োজনে এরা ঠিক কোনও না কোনও ভাবে আপনাকে সাহায্য করবেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন