যে ৯টি বিষয়ে বাঙালি মেয়েদের কখনওই আপস করা উচিত নয়
‘‘একটু মানিয়ে চল’’-গোত্রের কথা বলে এই দেশের মেয়েদের বড় করে তোলা হয়। কিন্তু কেন এটা হবে? ছোট থেকেই কেন আপস করে চলার শিক্ষা দেওয়া হবে মেয়েদের? অন্তত কয়েকটি বিষয়ে বোধহয় আপস না-করাই ভাল।
১. কেরিয়ার— কে জীবনে কী করবেন, সেটা পুরোপুরি নির্ভর করা উচিত নিজের পছন্দ এবং ইচ্ছের উপর। কেউ চাকরি করতে চাইলে তাঁকে জোর করে রাঁধুনি কাম গৃহবধূ করে তোলার চেষ্টা অন্যায়।
২. ‘হবি’ বা ‘শখ’ মেয়েদের জন্য সময়ের অপচয়। এই ধরনের কথা শুনলে তৎক্ষণাৎ প্রতিবাদ করুন।
৩. অন্য শহর বা দেশে চাকরি পেলে সটান নিয়ে নিন। ‘‘তুই পারবি না’’-গোত্রের কথা বললে কানে তুলবেন না। মেয়েরা পারে না, এমন কাজ নেই।
৪. বিয়ে মানেই হোমমেকার, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। মনে রাখুন, মেয়েরাই পারে একহাতে ঘর এবং অফিস সামলাতে।
৫. বিয়ে হলেই পড়াশোনা বন্ধ, সে কথা কে বলেছে! যদি কেউ বলে থাকেন, তা হলে তাঁকে সমাজচ্যুত করার উদ্যোগ নিন।
৬. সন্তান মানেই জীবন শেষ? কে বলল! দায়িত্ব বৃদ্ধি মানেই তো জীবনের নতুন অধ্যায়ের সূত্রপাত।
৭. কর্মরতা মা হলে সন্তানদের সামনে নিজের ভাবমূর্তি অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রেও আপস করবেন না।
৮. নিজের জোরে রোজগার করছেন। তাই খরচটাও নিজের ইচ্ছেয় করুন।
৯. মনে রাখুন, ‘‘পুরুষের কাজ’’ বলে কিছু নেই। এই মনোভাবটা জিইয়ে রাখুন।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন