যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা!
গাজীপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সকালে সদরের ভোড়া এলাকা থেকে ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন। তিনি চান্দনা এলাকার হেলাল উদ্দিনের মেয়ে। তাসলিমার স্বজনদের অভিযোগ, শ্বাসরোধে হত্যা করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছে।
পরিবারের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, তাসলিমা-মনিরের বিয়ে হয় প্রায় সাত বছর আগে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন দাবিতে প্রায়ই তাসলিমাকে মারধর করত স্বামীর পরিবারের লোকজন। এরই জের ধরে কয়েক দিন আগে তাসলিমাকে বাড়ি থেকে বের করে দেয় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। পরে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তাসলিমাকে ফিরিয়ে নেয় তাঁর স্বামী। তিনি জানান, গত রাতেও যৌতুকের জন্য তাসলিমাকে তাঁর স্বামী মারধর করে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন।
এসআই মফিজুর আরো জানান, খবর পেয়ে পুলিশ সকালে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়ির সামনের গেটে তালা দেওয়া থাকলেও পূর্ব দিকের একটি দরজা খোলা ছিল। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও ময়নাতদন্তের পরই প্রকৃত বিষয় জানা যাবে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই। নিহত তাসলিমার তিন বছরের একটি মেয়ে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন