যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলে যৌতুকের দাবিতে খাদিজা বেগম (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের আলামীনের স্ত্রী। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার খড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের লোকমান মোল্লার মেয়ে খাদিজার সঙ্গে ৭ বছর আগে খড়রিয়া গ্রামের টিপু মোল্লার ছেলে আলামীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে খাদিজাকে প্রায়ই আলামীন নির্যাতন করতো। মঙ্গলবার ভোররাতে আলামীন যৌতুকের দাবিতে খাদিজাকে মারধর করে তাকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে রাখে।
খাদিজার ভাই আমিনুর জানান, তারা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের লাশ পড়ে থাকতে দেখে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন