যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা শিকলে বেঁধে নির্যাতন
তৃতীয় দফায় যৌতুকের দাবিকৃত ৫০ হাজার টাকা বাপের বাড়ি হতে দিতে না পারায় পাষন্ড স্বামী মানিক শীল (২৭) স্ত্রী দ্বিপ্তী রানী শীলকে (২০) হাত-পা শিকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করে। গত বুধবার দিন ব্যাপি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জের বাসন্ডা গ্রামে স্বামীর বাড়িতে শিকলবাঁধা অবস্থায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন শরীরের বিভিন্ন স্থানে এলো পাথারি আঘাত করলে স্ত্রী দ্বিপ্তী রানী জ্ঞান হাড়িয়ে ফেলে। এসময় শ্বশুর বাড়ির লোকজন আহত দ্বিপ্তীকে চিকিৎসা না দিয়ে সারা রাত শিকল বাঁধা অবস্থায় মাটিতে ফেলে রাখে।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থাণীয় চৌকিদার এর মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে আহত দ্বিপ্তীর পিতা উপজেলার বড় শিংগা গ্রামের গনেশ চন্দ্র শীল মুমূর্ষ অবস্থায় জামাই বাড়ি হতে মেয়ে দ্বিপ্তীকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত দ’দিন ধরে দ্বিপ্তী মঠবাড়িয়া হাসপাতালের বিছানায় মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। আহত দ্বিপ্তী জানায়, এর আগেও পাষন্ড স্বামী নীর্যাতনের এক পর্যায় পাষন্ড স্বামী জোর পূর্বক প্রসাব খাইয়ে দেয়।
আহত দ্বিপ্তীর পিতা মাখম চন্দ্র শীল জানায়, গত দেড় বছর আগে মানিকের সাথে দ্বিপ্তীর বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে যৌতক বাবত ৫০ হাজার টাকা দেই। তিন মাসের মাথায় পুণরায় আরো ৩০হাজার টাকা দাবি করলে ধার-দেনা করে মেয়ের মুখের হাসির জন্য তাও পরিশোধ করি। সম্প্রতি তৃতীয় দফায় জামাই মানিক আরো ৫০ হাজার টাকা দাবী করে আমার মেয়েকে শিকলে বেঁধে অমানুষিক নির্জাতন করে। তিনি এব্যপারে আইনের আশ্রয় নিবেন বলে সাংবাদিকদের জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন