যৌতুকের মামলায় পুলিশ সদস্য কারাগারে
নীলফামারীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় শফিয়ার রহমান তাজু নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে সে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মাহমুদুল কবীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সদস্য শফিয়ার রহমান তাজু পঞ্চগড় পুলিশ লাইন্স্ কর্মরত। সে নীলফামারী জেলা শহরের পুলিশ লাইনপাড়ার মোহাছেফ হোসেনের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহরের পূর্ব পাটোয়ারীপাড়া মহল্লার মাওলানা আবু বক্কর সিদ্দিকের মেয়ে উম্মে আয়মুন আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে হয় পুলিশ সদস্য শফিয়ার রহমান তাজুর।
বিয়ের পর থেকে ওই পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যরা পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে বিভিন্ন সময় স্ত্রী উম্মে আয়মুন আয়েশা সিদ্দিককে শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। এনিয়ে পুলিশ সদস্য স্বামী শফিয়ার রহমান তাজুকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে ২০১৫সালের ৬ জুলাই তাজুর স্ত্রী উম্মে আয়মুন আয়েশা সিদ্দিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি যৌতুকের মামলা দায়ের করেন ।
রবিবার ওই মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন