যৌতুক আনতে রাজি না হওয়ায় ইমামকে হত্যার অভিযোগ
শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনতে রাজি না হওয়ায় কুমিল্লার চান্দিনা উপজেলায় এক ইমামকে পরিবারের লোকজন হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বরকরই এলাকায় নিজ বাড়ি থেকে মসজিদের ইমাম হাফেজ ইসমাইল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
তার আগে ইসমাইলের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে তাঁর শ্বশুরসহ ছয়জনের বিরুদ্ধে চান্দিনা থানায় হত্যা মামলা করেন। যদিও এখনো পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আজ শনিবার চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়েত বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মুখ দিয়ে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান এসআই।
মামলায় শারমিন অভিযোগ করেন, প্রায় চার মাস আগে পারিবারিকভাবে ইসমাইল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর হাবিবুল্লাহ, ননদ আমেনা বেগম, ননদজামাই দেলোয়ার হোসেনসহ পরিবারের সবাই দুই লাখ টাকা যৌতুক আনার জন্য ইসমাইল ও তাঁর ওপর নির্যাতন চালাতেন।
এরই ধারাবাহিকতায় গতকালও ইসমাইলের পরিবারের লোকজন যৌতুক আনার জন্য চাপ দেন। কিন্তু ইসমাইল যৌতুক আনতে রাজি না হওয়ায় সকাল ৮টার দিকে শারমিনকে স্বামীর বাড়ি থেকে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
মামলায় আরো অভিযোগ করা হয়, বাবার বাড়ি একই উপজেলার বদরপুর আসার পর সকাল ১০টায় ফোন করে শারমিনকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন জানান, ইসমাইল মারা গেছেন। খবর পেয়ে শারমিন তাঁর বাবা শফিকুল ইসলামকে নিয়ে শ্বশুরবাড়ি যান।
তখন ওই পরিবারের লোকজন তাঁদের আটকে রাখেন এবং ইসমাইলের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সই রাখতে চান। সেখান থেকে কৌশলে বের হয়ে রাত ১০টার পর চান্দিনা থানায় অভিযোগ করেন শারমিন। তার পরই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন