যৌথ প্রতারণা’র বিরুদ্ধে এবার যুদ্ধ শুরু

বাংলাদেশে যৌথ প্রযোজনার নামে যেসব চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সেসব ছবির মাধ্যমে ‘যৌথ প্রতারণা’ হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন মহাসচিব বদিউল আলম খোকন। তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ।
বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের সমিতির কাজ হচ্ছে চলচ্চিত্রকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আর প্রতিবন্ধকতা দূর করা। আমাদের চলচ্চিত্রের জন্য পরিকল্পনা করে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। যৌথ প্রযোজনার নামে চলছে যৌথ প্রতারণা। পাশাপাশি সংস্কৃতি বিনিময়ের নামে আমাদের কালচার নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আর একটি ছবিও নিয়ম না মেনে বাংলাদেশের সিনেমা হলে চালানো যাবে না।’
খোকন আরো বলেন, ‘আমাদের যৌথ প্রযোজনার নিয়ম ঠিক করতে হবে। এরই মধ্যে মন্ত্রণালয়কে আমরা কিছু পরামর্শ দিয়েছি। আমাদের দাবি মেনেই যৌথ প্রযোজনার ছবি করতে হবে। আর চলচ্চিত্রে বিনিময় বন্ধ করতে হবে।’
যৌথ প্রযোজনাকে কেন ‘যৌথ প্রতারণা’ বলা হচ্ছে জিজ্ঞেস করলে, শুটিং লোকেশন ও কলাকুশলীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন নবনির্বাচিত মহাসচিব। তিনি বলেন, ‘দুই দেশে সমান অনুপাতে শুটিং করতে হবে। সমান শিল্পী নিয়ে শুটিং করতে হবে। বাংলাদেশে শুটিংয়ের সময় বাংলাদেশের টেকনিশিয়ান ব্যবহার করতে হবে। এই নিয়ম না মেনে শুটিং করা হলে আমরা তা সিনেমা হলে চালাতে দেব না। আর চলচ্চিত্রের বিনিময় আমরা হতে দেব না। উপমহাদেশের কোনো ছবি আমাদের সিনেমা হলে চালাতে দেব না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন