যৌথ প্রযোজনার নামে বাংলাদেশীদের চোঁখে ধূলা-বালি !
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত নতুন ছবি ‘অঙ্গার’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন বাংলাদেশের নবাগত অভিনেত্রী জলি এবং কলকাতার চিত্রনায়ক ওম। ছবিটি নিয়ে বেশ জুড়ালো ভাবে প্রচারণা চালাচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
আসছে আগামী ১৫ জানুয়ারী বাংলাদেশ-ভারত একসাথে মুক্তি পাবে ‘অঙ্গার’।
রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় বিলবোর্ড ও পোষ্টার লাগানো হয়েছে ‘অঙ্গার’কে সামনে রেখে। কিন্তু বড়ই দুঃখ জনক হলেও সত্য যে বাংলাদেশের অভিনয় শিল্পীরা অভিনয় করলেও পোষ্টারে দেখা মেলেনি বাংলাদেশের শিল্পীদের ছবি। কিন্তু কি কারণে দেওয়া হয়নি সেটার কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
বরাবরই কলকাতার নায়ক বাংলাদেশের বাজারে রয়েছে। আর নিয়ম নীতির তোয়াক্কা না করে তৈরি করা হচ্ছে যৌথ প্রযোজনার ছবি। প্রতি মাসেই কলকাতার প্রযোজকরা আসছেন বাংলাদেশে যৌথ প্রযোজনার ছবি নির্মান নিয়ে কথা বলতে। আবার এই খবর গুলো হরহামেসাই ফেইসবুক বা অনলাইন পত্র পত্রিকায় নিউজ হয়ে যায়।
যৌথ প্রযোজনার নামে অদ্ভুত একটি নিয়ম বানিয়েছে দুই দেশের কথিত কিছু প্রযোজক। এই কারণেও সিনেমা এখন ধংসের পথে। এখন তো কোন ছবি হচ্ছে না। এখন যে ছবি গুলো হচ্ছে তা সকালে উঠে আর বিকেলে নেমে যায়। এই কারণে দর্শকরা সিনেমা হল মুখি হচ্ছে না।
এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান ও দেশের খ্যাতিমান চিত্রনায়ক ও খল নায়ক ওমর সানি।
বলে রাখি অমিত হাসান নিজেও ‘অঙ্গার’ ছবিতে অভিনয় করেছেন।
‘অঙ্গার’-এর পোষ্টার নিয়ে অমিত হাসান বলেন, আমি এই পোষ্টারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের দেশকে ছোট করে দেখা হয়েছে। মনে হচ্ছে আমারা কলকাতা ছবির বাজার জাত করছি। যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি তাহলে কেন শুধু কলকাতার শিল্পীদের ছবি থাকবে। এটা সম্পর্নভাবে আইনের বাইরে। আমি এই ছবির পোষ্টারের বিরুদ্ধ্যে তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে দেশের খ্যাতিমান চিত্রনায়ক ও খল নায়ক ওমর সানি বলেন, আমি পোষ্টার দেখেছি কিন্তু তারা যেটা করেছে সেটা আমাদের দেশের চলচ্চিত্র শিল্পীদের অপমান করা হয়েছে। যৌথ প্রযোজনার ছবির পোষ্টার এমন হওয়া ঠিক না।
বিষয়টি জানতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে মুঠফোনে পাওয়া যায়নি।
‘অঙ্গার’ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, আহমেদ শরীফ, টাইগার রবি এবং ভারতের আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন