যৌনতা কি নেশার পর্যায়ে পৌঁছেছে? কীভাবে বুঝবেন?
আর পাঁচটা নেশার মতো যৌনতাও নেশার পর্যায়ে পৌঁছতে পারে। ধূমপান, মদ্যপানের সঙ্গে এর বিশেষ ফারাক নেই। ধূমপান বা মদ্যপান যদি শারীরিকভাবে শেষ করার কাজটা করে, যৌনতার নেশা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে একজনকে।
কিন্তু মানসিকভাবে যৌনতার গ্রাসে কেউ ঢুকেছেন, সেটা বোঝা যাবে কী করে? সহজ কয়েকটি প্রশ্নের উত্তরে লুকিয়ে রয়েছে সমাধান।
১. দিনের বেশিরভাগ সময়ই কি চিন্তাভাবনায় যৌনতা আসে?
২. যাকে-তাকে দেখে মনে যৌনচিন্তার উদয় হয়? খেয়াল রাখা প্রয়োজন, এ ক্ষেত্রে কল্পনা বয়স, সম্পর্কের বাঁধন মানে না।
৩. সেক্স বা যৌনমিলনের জন্য সর্বদা উদগ্রীব?
৪. নিজের উপর নিয়ন্ত্রণ কি ক্রমশ হারাচ্ছে?
৫. কোনও একজনের সঙ্গে মিলনের কথা ভেবে পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা। অথচ, বাস্তবে সেই মিলন হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
৬. এই যৌনচিন্তার জন্য কি ক্রমশ একাকী হয়ে পড়ছেন? কারও সঙ্গ ভাল লাগছে না?
৭. শরীর সায় না-দিলেও স্রেফ মনের খিদে মেটাতে সেক্স? সতর্ক থাকুন, এটা সবথেকে খারাপ লক্ষণগুলোর অন্যতম।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন