‘যৌনতা খুব গুরুত্বপূর্ণ’
মুক্তির অপেক্ষায় রয়েছে কলকাতার সিনেমা ‘ঈগলের চোখ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঈগলের চোখ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অরিন্দম শীল। এতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, অরিন্দম, বাংলাদেশের জয়া আহসানসহ অনেকে।
আগামী ১২ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। ইতিপূর্বে বেশ খোলামেলা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি। একাধিক সিনেমায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে।
এ সিনেমাতেও তাকে এমন দৃশ্যে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘আসলে এ সিনেমায় আমার চরিত্রটি খোলামেলা। ফলে আলাদা করে এসব দেখানো হয়নি। আর চুম্বন কিংবা লাভ মেকিং দৃশ্য করলেই যে খোলামেলা চরিত্র হয়ে যায় বিষয়টা তা নয়। তবে এই সিনেমায় যৌনতা খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সবটুকু আন্ডারটোন।’
সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কটেশ ফিল্মস। এতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, শুভ্রজিৎ দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, জুন মালিয়া, অরুণিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, ঊশষী সেনগুপ্ত, মৌ বৈদ্য এবং রিয়া বণিক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন- বিক্রম ঘোষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন