যৌনমিলনেও শক্তিক্ষয় মাপছে ফিটবিট!
প্রতিদিনের জীবনে ফিটনেস ঠিক রাখার জন্য ফিটবিটের মত গ্যাজেটগুলো এখন অনেকেই ব্যবহার করে থাকেন। বিভিন্ন কাজের সময় মানুষের হৃদস্পন্দন পরিমাপ করতে এসব গ্যাজেটের ব্যবহার প্রচলিত। আশ্চর্যজনক হলেও সত্যি এখন অন্যান্য কাজের পাশাপাশি পারষ্পরিক ঘনিষ্টাতাতেও ফিটবিটের মাধ্যমে হৃদস্পন্দন পরিমাপ করা হচ্ছে।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, কিছু সংখ্যক ব্যবহারকারী যৌনমিলনের সময় হৃদস্পন্দন পর্যবেক্ষণের জন্য ফিটবিট ব্যবহার করে থাকেন। আর বিষয়টি সঙ্গীকে জানিয়েই করেন, এমন মানুষের সংখ্যা মাত্র ১০ শতাংশ।
সম্প্রতি এক হাজার জনের উপর চালানো এক জরিপে দেখা গেছে, তাদের মধ্যে এক তৃতীয়াংশই তাদের হৃদস্পন্দন পর্যবেক্ষণের জন্য ফিটবিট ব্যবহার করেন।
যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ল্যাপটপসডিরেক্ট (LaptopsDirect.co.uk) এই জরিপ চালিয়েছে। প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক মার্ক কেলি বলেন, “হাটাঁ থেকে শুরু করে শরীরচর্চায় কতটুকু ক্যালরি খরচ হয়েছে তা মাপতে লোকেরা পরিধানযোগ্য প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তাই, এখন বিছানায়ও তাদের ‘পারফরমেন্স’ কেমন হচ্ছে তা জানতে কৌতূহলী হওয়াটা খুব একটা অদ্ভুত নয়। যৌনক্রিয়ার সময়ও ব্যায়ামাগারে ব্যায়াম করার মতই ক্যালরি খরচ হয়।”
জরিপে আরও জানা যায়, ৭৯ শতাংশ মানুষ যৌনক্রিয়াকে ব্যায়াম হিসেবেই গণ্য করে থাকেন, যার মধ্যে অধিকাংশরাই ভালোবাসার মূহুর্তকে একটি তাৎক্ষণিক ‘প্রেমধর্মী ব্যায়াম’-এ পরিণত করতে পছন্দ করেন। আর ৯ শতাংশ ফিটবিটপ্রেমী বাড়তি ব্যায়াম করার জন্য যৌনকাজের সময়টা দীর্ঘ করার চেষ্টা করেন বলে স্বীকার করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন