যৌনসম্পর্ক স্থাপনের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে

ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া এক ব্রিটিশ নাগরিককে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি যে নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হবে, পুলিশকে তার নাম, বয়স ও ঠিকানাও জানাতে হবে। আর তা না হলে ওই ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
নর্থ ইয়র্কশায়ারের নর্থালিরটনের ম্যাজিস্ট্রেট সম্প্রতি এ আদেশ দিয়েছেন। শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে আইনগত কারণে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৫ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কারণ তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে জন্য তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।
রায়ে ম্যাজিস্ট্রেট আসামিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে অবশ্য যেকোনো নারীর নাম, ঠিকানা ও জন্মতারিখসহ পূর্ণ বিবরণ দাখিল করতে হবে। এ সবই করতে হবে যৌনসম্পর্ক স্থাপনের পরিকল্পনার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে।’ আদালত একই সঙ্গে ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করেছেন। এ ছাড়া বাড়ি পরিবর্তন করতে হলে সেটিও আগেভাগে পুলিশকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন