সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌন নিপীড়ক ও ‘ধর্ষক প্রেসিডেন্ট’ ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভে উত্তাল

যৌন নিপীড়ক ও ধর্ষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটাবিশ্ব। গত শুক্রবার শপথ গ্রহণের পরদিন শনিবার বিশ্বজুড়ে নারীদের অংশগ্রহণে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয় এসব বিক্ষোভ সমাবেশ থেকে। নারীর প্রতি কেবল সহিংস দৃষ্টিভঙ্গিই নয়, সরাসরি ধর্ষণের অভিযোগও রয়েছে বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অভূতপূর্ব এই ‘নারী পদযাত্রা’ এখনও অব্যাহত রয়েছে। এতে অংশ নেওয়া কয়েক লাখ নারীর স্লোগান আর পদভারে এখন উত্তাল ওয়াশিংটন নগরী। আয়োজকরা বলছেন, এ বিক্ষোভ থেকে ট্রাম্পের প্রতি নিজেদের বার্তা পৌঁছে দেবেন অন্তত পাঁচ লাখ মার্কিন নারী। এদিকে রাজপথে লাখো প্রতিবাদী নারীর এমন বিক্ষোভে বিপাকে পড়েছে স্থানীয় পাতাল রেল কর্তৃপক্ষ। কারণ বিক্ষুব্ধ জনতার লাইন গিয়ে ঠেকেছে রেল স্টেশনের প্ল্যাটফর্মে। সেখানকার পার্কিং লটও এখন বিক্ষোভকারীদের দখলে। ফলে সাময়িকভাবে এক রকম স্থগিত হয়ে পড়েছে রেল সেবা। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেনের সূচিতে বড় রকমের বিলম্ব ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। মূলত নারীদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও এ ‘নারী পদযাত্রা’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পুরুষরাও। ফলে ট্রাম্পের বিরুদ্ধে নারীদের পদযাত্রা রূপ নিয়েছে গণবিক্ষোভে।

এদিকে ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক বিক্ষোভ। নিউ ইয়র্কে বড় ধরনের জমায়েত করেছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, সিডনি, টোকিও, বার্লিন, ডাবলিন, দিল্লি’র মতো বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ নারী।

বিশ্বের সাতটি মহাদেশেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভের কারণ হিসেবে আয়োজকরা মূলত ট্রাম্পের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। নারীর প্রতি কেবল সহিংস দৃষ্টিভঙ্গিই নয়, সরাসরি ধর্ষণের অভিযোগও রয়েছে বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

শুরুতে নিউ ইয়র্কে এই সমাবেশ আয়োজনের কথা ছিল। কিন্তু পরে এ দাবিতে দুনিয়ার নানা প্রান্ত থেকে সংহতির সুর ভেসে এলে এই আয়োজন বিশ্বব্যাপী করার সিদ্ধান্ত হয়।

বাল্টিমোর থেকে বাসযোগে ২৮ জন বন্ধুকে নিয়ে ওয়াশিংটনের ট্রাম্পবিরোধী নারী পদযাত্রায় অংশ নেন ৪১ বছরের লেক্সি মিলানি। তিনি বলেন, ‘আমাদের অধিকারের প্রতি সম্মান দেখানোটা গুরুত্বপূর্ণ। মানুষ অধিকারের জন্য লড়াই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে, তাদের প্রতি তার কোনও সম্মান নেই। ’

বন্ধুদের নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে এ নারী পদযাত্রায় অংশ নিয়েছেন ৫৯ বছরের এলিজাবেথ নিউটন। এতে তার খরচ হয়েছে ১০৬ ডলার। শুক্রবার রাতভর বাল্টিমোরে অবস্থান করেন এলিজাবেথ নিউটন। তিনি বলেন, এটা অভূতপূর্ব।

২১ জানুয়ারি ২০১৭ শনিবার ওয়াশিংটনের বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশের চোখেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবৈধ প্রেসিডেন্ট। কারণ তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ে নির্বাচিত হননি। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে ৩০ লাখ ভোট কম পেয়েও ইলেকটোরাল কলেজ ব্যবস্থার কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফলে ট্রাম্পের এ বিজয়কে সহজে মেনে নিতে পারেননি নারী অধিকারকর্মী, মুসলিম, অভিবাসী ও বিশেষ করে মেক্সিকো থেকে আসা অভিবাসীরা। নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যের ধারণা দিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সংগত কারণেই হোয়াইট হাউসে ট্রাম্পকে দেখতে রাজি নন তারা। আর তারই প্রতিফলন দেখা গেছে শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষ করে রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী লাখো মানুষের সমাবেশে। আর এই সমাবেশের প্রতি সংহতি জানিয়েছেন দুনিয়ার নানা প্রান্তের মানুষেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ