যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএসপ্রধানের পদত্যাগ
যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনের প্রধান লেস মুনভেস (৬৮) পদত্যাগ করেছেন।
গত জুলাই মাসে নিউইয়র্কার ম্যাগাজিনে লেস মুনভেসের বিরুদ্ধে ছয় নারীর অভিযোগ প্রকাশিত হলে সিবিএস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছিল।
রোববার নতুন করে ছয় নারী মুখ খোলার পর তার পদত্যাগের খবর এলো। খবর বিবিসি।
তবে মুনভেস এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, এমন সব ‘মিথ্যা অভিযোগ’ তার বিরুদ্ধে আনা হয়েছে, যা তার ব্যক্তিজীবনের সঙ্গে যায় না।
অবশ্য তিনি ও সিবিএস টেলিভিশন ‘মি টু’ মুভমেন্টে দুই কোটি ডলার চাঁদা দেয়ারও ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে মার্কিন টিভি চ্যানেল সিবিএস জানায়, মুনভেস আর সিবিএসের চেয়ারম্যান, প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট হিসেবে থাকবেন না। জোসেফ লান্নিইলো ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন গণমাধ্যমে অন্যতম প্রভাবশালী নির্বাহী মুনভেস। ১৯৯৫ সালে তিনি সিবিএসের বিনোদনের প্রধান হিসেবে যোগ দেন। এর পর ২০০৬ সালে প্রধান নির্বাহী পদে আসীন হন।
২০১৭ সালে বিশ্বের সব থেকে বেশি অর্থ পাওয়া প্রধান নির্বাহী হন মুনভেস।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন