যৌন মামলায় ক্রিকেটার অমিত মিশ্রকে তলব পুলিশের
যৌন নিগ্রহের মামলায় ভারতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে তলব করল বেঙ্গালুরু পুলিশ। গতমাসে তিনি নিজের হোটেল রুমে এক মহিলার যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে অমিত মিশ্রকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ পাতিল।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দলের স্পিনারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩২৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে অমিত মিশ্রকে হাজিরা দিতে বলেছে বেঙ্গালুরু পুলিশ। সমন মেনে হাজিরা না দিলে অমিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দলে স্থান পেয়েছেন অমিত মিশ্র।
গত মাসে ওই মহিলা অশোক নগর থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই মহিলার অভিযোগ, হোটেলের রুমে অমিত মিশ্রকে দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
ওই সময় অনুশীলনের জন্য অমিত শহরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন