রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌন হয়রানির প্রতিবাদে ছয় দিন ধরে অনশন করছেন ১৩ নারী শিক্ষার্থী

ভারতের উত্তরাঞ্চলের হরিয়ানা প্রদেশে যৌন হয়রানির প্রতিবাদে ছয় দিন ধরে অনশন করছেন ১৩ নারী শিক্ষার্থী। ১৬ থেকে ১৮ বছর বয়সী এ শিক্ষার্থীরা তাদের পার্শ্ববর্তী গ্রামের স্কুলে যাওয়ার পথে প্রতিদিনই হয়রানির শিকার হন।

রিউয়ারি থানার স্থানীয় কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে অভিযোগ জানালেও নিজেদের নিরাপত্তা পাননি তারা। তবে অভিযোগের পর পুলিশ ওই শিক্ষার্থীদের বাড়তি নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইতিমধ্যে ওই তরুণীদের গ্রামের স্কুলটি উচ্চ মাধ্যমিকে উন্নীত করার ঘোষণা দিয়েছে সরকার। যাতে তাদেরকে আর দূরের পথ পাড়ি দিয়ে অন্য স্কুলে যেতে না হয়।

এদিকে, অনশরত শিক্ষার্থীরা পানি পান করলেও খাবার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কিছু শিক্ষার্থী এবং অভিভাবক অনশন না করেও তাদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।

অনশনরত ১৩ শিক্ষার্থীর একজন শিতল। তিনি বলেন, প্রায় প্রত্যেকদিন আমরা ইভটিজিংয়ের শিকার হই। এ কারণে পড়াশোনা বন্ধ করা উচিত? আমাদের স্বপ্ন দেখা বন্ধ করে দেব? কেবল ধনীদের সন্তানরা স্বপ্ন দেখতে পারবে? সরকার হয় আমাদের নিরাপত্তা দেবে নতুবা আমাদের গ্রামে উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় করে দিতে হবে।

আরেক শিক্ষার্থী সুজাতা বলেন, লোকজন প্রায়ই আমাদের অযথা স্পর্শ করার চেষ্টা করে। তারা দেয়ালে আমাদের মোবাইলের নম্বর লিখে রাখে, বাজে মন্তব্য করে। প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে অনেক খারাপ কিছু ঘটে। যার সবকিছু বলা সম্ভব না।

অনশনকারী এক শিক্ষার্থীর মা বলেন, মেয়েদের এ রকম ভোগান্তি দেখা খুবই কষ্টের। ছোট ছোট এই মেয়েরা যে রকম হয়রানির শিকার হয়, তা বর্ণনা করতে পারব না। আমরা যখন পুলিশের কাছে অভিযোগ করেছিলাম, মামলা তুলে নেয়ার জন্য তারা আমাদেরই উল্টা চাপ দিয়েছেন।

প্রতিবাদকারী আরেক শিক্ষার্থীর বাবা রোতেশ কুমার বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। প্রথমবারের মতো মেয়েরা প্রতিবাদ করছে। তাদের লড়াইয়ে আমাদের গ্রামের সবাই পাশে আছে।

সংকট সমাধানের জন্য পুলিশ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে জোরাল অবস্থান দেখতে চান তিনি। এই অভিভাবক বলেন, এর আগেও প্রতিশ্রুতি দেয়ার পর তা আর বাস্তবায়ন করা হয়নি। মিথ্যা প্রতিশ্রুতির কারণে আমাদের লড়াই যেন নষ্ট হয়ে না যায় সে ব্যাপারে নিশ্চিত হতে চাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ