যৌন হয়রানির অভিযোগে দুই ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
দুই ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কানাডিয়ান পুলিশ। প্যান আমেরিকান গেমসের আসর চলাকালে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে লুকাস পিয়াজোন এবং আন্দ্রে দা সিলভা ভেন্তুরা নামে দুই ফুটবলারের বিরুদ্ধে।
সম্প্রতি টরেন্টো পুলিশ কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছর কানাডার টরেন্টোয় ‘প্যান আমেরিকান গেমস’ চলাকালে ব্রাজিল দলের দুই খেলোয়াড় ম্যাচ শেষে সন্ধ্যায় বারে যায়। সেখানে তাদের সাথে দুই নারীর পরিচয় হয়।
পরে এদের মধ্যে একজন নারীকে যৌন হয়রানি করে পালিয়ে যায় দুই ব্রাজিলিয়ান ফুটবলার।২৫ জুলাইয়ের এ ঘটনার দু’দিন পর ব্রাজিলে ফিরে যান পিয়াজোন ও ভেন্তুরা।
এর আগে, ব্রাজিলের ওয়াটার পোলো স্কোয়াডের এক সদস্যর বিরুদ্ধেও কানাডিয়ান পুলিশ একই ইস্যুতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন