যৌন হয়রানি : শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩ নভেম্বর
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ সফিউল আজম এ দিন নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতে শুধু দুই পক্ষের আইনজীবীরা উপস্থিতি ছিলেন। বাদীপক্ষের আইনজীবীর আবেদনে বিচারক ক্যামেরা ট্রায়ালে শুনানি নেন।
ফোরকান আরো বলেন, আসামিপক্ষের আইনজীবী আসামির অব্যাহতির আবেদন করে বলেন, বাদীর সঙ্গে আসামির পূর্বশত্রুতা ছিল।
বাদী আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০০৮ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন। ওই কারণেই তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন আসামির আইনজীবীরা। তাঁরা বলেন, এ ছাড়া ভিকটিমদের (যৌন হয়রানির শিকার) জবানবন্দি থেকে এটা প্রমাণিত হয়েছে আসামি কোনো কিছুতেই জোর করেননি, ধর্ষণের চেষ্টা করেননি।
আজ শুনানিকালে কারাগারে থাকা আসামি মাহফুজুর রশিদকে আদালতের হাজির করা হয়।
গত ৩০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আফরোজ আইরীন কলি আসামি মাহফুজুর রশিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ৪ মে রাতে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ওই সহকারী অধ্যাপককে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন