রংপুরকে পাত্তাই দিলো না মাশরাফিরা
সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সসকে পাত্তাই দিলো না মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে শুক্রবারের প্রথম ম্যাচে ৯ উইকেটের জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো মাশরাফির দল।
এদিন রংপুর রাইডার্সের দেয়া ৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে ইমরুল কায়েস ২৪*, মাহমুদুল হাসান ১১ ও মারলন স্যামুয়েলস ৪২* রান করেন। রংপুর রাইডার্সের পক্ষে আরাফাত সানি ১টি উইকেট নেন।
এই ম্যাচ দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা তৃতীয় জয় পেলো। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিলো তারা। আর ৫ ম্যাচ খেলে দ্বিতীয়বারের মত হারলো রংপুর রাইডার্স।
এর আগে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ইনিংসের ১ বল বাকি থাকতে ৮২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ মিথুন। কুমিল্লার পক্ষে ৪ উইকেট শিকার করেন লংকান পেসার নুয়ান কুলাসেকারা। ২টি উইকেট নেন বাংলাদেশি বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। এদিন ম্যাচসেরা হন মারলন স্যামুয়েলস।
নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলেননি রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় অধিনায়কত্ব করেন মিসবাহ-উল-হক। গতকাল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ান সাকিব। ফলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন