রংপুরকে ১২৩ রানের লক্ষ্য দিল কুমিল্লা
রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সল্প রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ধীর গতিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রান করে কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দেখে-শুনেই খেলছিলেন কুমিল্লার দুই ওপেনার লিটন ও ইমরুল। তবে সোহাগ গাজীর করা তৃতীয় ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইমরুল। ফলে হোঁচট খায় প্রথম জয়ের সন্ধানে থাকা কুমিল্লা।
শুরুতেই উইকেট হারানোর পর বেশ সাবধানী হয়ে ওঠেন শেহজাদ ও লিটন। তাদের ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রথম ৫ ওভারে মাত্র ১৭ রান করতে সক্ষম হয় কুমিল্লা। রুবেল হোসেনের করা ষষ্ঠ ওভার থেকে চার নেয়ার পথে শেষ বলে লিটন রানআউট হয়।
দলীয় ২১ রানের মধ্যে দুই উইকেট হারালে তৃতীয় উইকেট জুটিতে ধীর গতিতে দেখেশুনে ৬৪ রান যোগ করেন আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলস।
আহমেদ শেহজাদ ৪৫ বলে চারটি চার ও এক ছক্কায় করেন ৫৬ রান। ১৭তম ওভারে আনোয়ার আলির বলে আফ্রিদির কাছে তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন। ১৭ ওভার শেষে কুমিল্লার স্কোর দাঁড়ায় ৯৩/৩।
শেষদিকে স্যামুয়েলস কিছুটা হাত খুললেও আহামরি কিছু করতে পারে নি। তিনিও ৪৬ বলে তিনটি চার ও দুটি ছয়ে করেন ৫২ রান।শেষ তিন ওভারে ২৯ রান করে কুমিল্লা।
রংপুরের বোলারদের মধ্যে দু’টি উইকেট নেন রুবেল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন