রংপুরের বিপক্ষে মাঠে নামছেন গেইল

শুক্রবারই ঢাকায় পা রেখেছেন ক্রিস গেইল। তাকে দলে পেতে উন্মুখ চিটাগাং ভাইকিং। আজ শনিবার দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিপিএল যাত্রা শুরু করবেন গেইল। এমনটাই জানিয়েছেন চিটাগাংয়ের মিডিয়া ম্যানেজার কাজী রাকিব উদ্দিন পাপ্পু।
আগেই জানানো হয়েছিল যে, বিপিএলের চতুর্থ আসরের শেষ দিকে চিটাগাং দলে যোগ দেবেন গেইল। আর শেষ ভাগে চুক্তি থাকছে না ইংল্যান্ডের টায়মল মিলসের সঙ্গে। তাই গেইল আসার পর মিলসও চলে গেছেন!
চিটাগাং ভাইকিংসের মিডিয়া ম্যানেজার কাজী রাকিব উদ্দিন পাপ্পু জানিয়েছেন, শনিবার তামিম-এনামুলদের সঙ্গে অনুশীলন করবেন গেইল। চিটাগাংয়ের পরবর্তী ম্যাচগুলোতে খেলবেন এই ক্যারিবিয় ক্রিকেটার। চুক্তি শেষ হয়ে যাওয়ায় টায়মল মিলস চলে গেছেন।
প্রসঙ্গত, আগামীকাল রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে নাঈম ইসলামের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। এই মুহূর্তে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। আর তামিমের চিটাগাং আছে তালিকার চতুর্থ স্থানে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন