রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার
রংপুরের মাহিগঞ্জ উপজেলা থেকে রোকসানা আক্তার আইরিন (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে মাহিগঞ্জ উপজেলার দেওয়ানটুলি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে আইরিনের স্বামী শরিফ মিয়াসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
৫০ হাজার টাকা যৌতুকের জন্য আইরিনকে তার স্বীমী শরিফ মিয়া পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আইরিনের চাচা ওসমান গনি।
আইরিনের চাচা ওসমান গনি বলেন, ‘মাহিগঞ্জ উপজেলার কসাইটুলি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শরিফ মিয়ার সঙ্গে তিন বছর আগে দেওয়ানটুলি গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে রোকসানা আক্তার আইরিনের বিয়ে হয়।
বিয়ের সময় শরিফ মিয়াকে ১ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে বাবার বাড়ি থেকে আরো ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য আইরিনকে চাপ দিতে থাকে শরিফ।এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সোমবার রাতে শরিফ আবারো আইরিনকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফ লাঠি দিয়ে আইরিনের মাথায় আঘাত করেন। এতে আইরিন জ্ঞান হারিয়ে ফেলেন।অবস্থা বেগতিক দেখে আইরিনের গলায় কাপড় পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখে এবং আইরিন আত্মহত্যা করেছেন প্রচারণা চালায় ।’
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন