রংপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ
রংপুর: মহানগরীর পার্কের মোড় সংলগ্ন সালামের মোড় এলাকায় বাসের ধাক্কায় আব্দুল খালেক (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় নগরীজুড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
নিহত আব্দুল খালেক আশরতপুর চকবাজার এলাকার মৃত আহমেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় রংপুরগামী একটি বাসের (কুড়িগ্রাম-জ ০৫-০০৫৪) সাথে রাস্তা পারাপারের সময় ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আব্দুল খালেক।
এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) আজিজুল ইসলাম জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন