রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
রংপুরে স্থানীয় একটি আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে।
জেলার পীরগঞ্জ উপজেলার চেতনা গ্রামে প্রায় সাড়ে তিন বছর আগে অভিযুক্তের স্ত্রী নিহত হয়। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান আসামীর উপস্থিতিতে বুধবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে বলা হয়, গ্রামের নওয়াব আলীর পুত্র অভিযুক্ত আকবর আলী (৪৮) ২০১৩ সালে জেলার একই উপজেলার পার্শ্ববর্তী মিথার গ্রামের জনৈকা রিনা আক্তারকে বিয়ে করেন। একই বছরের ৩১ মে পারিবারিক কলহের জের ধরে আকবর তার স্ত্রী রিনা আক্তারকে হত্যা করে।
পীরগঞ্জ থানা পুলিশ রিনার মৃতদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। নিহতের বড় ভাই রওশন আলী এ ঘটনায় আকবর আলীকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি মামলা করে। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। আদালত মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।
মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফারুক মো. রেজাউল করিম এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এড. বাদল চন্দ্র দাস। -বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন