রংপুরে স্বামীর ধর্ষণ আড়াল করতে গৃহকর্মীকে পুড়িয়ে হত্যার চেষ্টা স্ত্রীর

রংপুরের স্বামীর ধর্ষণ আড়াল করতে গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে স্ত্রী। ধর্ষণের শিকার ১২ বছরের অগ্নিদগ্ধ এক শিশু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গৃহকর্তা ওই শিশুকে ধর্ষণ করার পর স্ত্রী তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ধর্ষণের শিকার অগ্নিদগ্ধ শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক দম্পতি হলেন : মানিক সাহা ও তার স্ত্রী পপি রানী। রংপুরের পাগলাপীর এলাকার শাহী জর্দ্দা ফ্যাক্টরির ম্যানেজার মানিক সাহা। তার বাড়ি মহানগরীর মুলাটোলে।
জানা গেছে, গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া গ্রামের জনৈক দিনমজুরের শিশুকন্যা মানিক সাহার বাড়িতে কাজ করে। শুক্রবার সকালে মানিক সাহা ওই শিশুকে ধর্ষণ করে। বিষয়টি তার স্ত্রী পপি রানী সাহা বুঝতে পেরে শিশুটির শরীরে আগুন জ্বালিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় শিশুকে পাগলাপীরে জর্দ্দা ফ্যাক্টরিতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টায় এক মহিলা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. আজমল হোসেন জানান, শিশুটির পেটে, শরীরে ও হাতে আগুনে পুড়ে গভীর ক্ষত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতয়ালী থানার ওসি আব্দুর কাদের জিলানী জানান, শিশু নির্যাতন, ধর্ষণ ও অগ্নিদগ্ধের অভিযোগে মানিক সাহা ও পপিকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের আলামত পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিশুটির বাবা-মা নিষ্ঠুর এই ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন