রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রংপুরের সদর উপজেলার পাগলাপীরে এবং পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে পাগলাপীর এলাকার শলেয়াশাহ ও পীরগঞ্জের মাদারপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, সোমবার বেলা ১২টার দিকে ঠাকুরগাঁওগামী সুপ্রভাত পরিবহন বাসটি শলেয়াশাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী থ্রি হুইলারকে চাপা দিলে আব্দুল মোমিন (২৫) নামে এক যাত্রী নিহত হন। তার বাড়ি তারাগঞ্জে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হৃদয় পরিবহন ঢাকা-রংপুর মহাসড়কের মাদারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছাদের উপরে থাকা যাত্রীদের ২০জন নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।
ওসি রেজাউল করিম আরো জানান, আহত ১৪ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহুরুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন