রংপুরে ৫ দিনে গ্রেপ্তার ৪০৮
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে রংপুরে পাঁচ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) রাত থেকে সোমবার (১৬ মে) ভোর পর্যন্ত পাঁচ দিনের ব্যবধানে রংপুর জেলার আট উপজেলায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশের অব্যহত অভিযানের পরও নগরবাসীর অভিযোগ, রংপুর মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লার প্রধান সড়কসহ অলিগলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের বিশেষ অভিযান শুরু হলে ছিনতাইকারীরা গা ঢাকা দেয়। তবে অভিযান বন্ধ হলে কিছুদিনের মধ্যে অপরাধীরা আবার সক্রিয় হয়ে ওঠে।
নগরীর বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে ছিনতাইসহ অপরাধের বিষয় নিয়ে কথা হলেও তারা নাম না প্রকাশের শর্তে বলেন, তাজহাট থেকে সাতমাথা ও পার্কের মোড়, বাস টার্মিনাল থেকে মডার্ন মোড়, বদরগঞ্জ রোড, কটকিপাড়া রোড, কামালকাছনা হয়ে সাতমাথা রোড, মেডিকেল থেকে বুড়িরহাট রোড, গণেশপুর থেকে বাস টার্মিনাল রোড, মেডিকেল মোড় থেকে বন বিভাগ কার্যালয় পর্যন্ত এসব এলাকায় মানুষ চলাচলের সময় ভীতির মধ্যে থাকেন। এইসব এলাকায় প্রতিদিনই ছোট ছোট অপরাধ সংঘটিত হয়।
শালবন মিস্ত্রিপাড়া এলাকার এক স্কুলশিক্ষক ও ব্যবাসায়ী জানান, পাড়া-মহল্লার চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করলেই অপরাধ অনেকটা কমে যাবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর কমিটির সভাপতি সাংবাদিক আফতাব হোসেন বলেন, পুলিশের এই বিশেষ অভিযানে নাগরিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও শান্তি ফিরে আসেনি। অপরাধী ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, গত পাঁচ দিনের ব্যবধানে জেলায় ৪০৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা ছিনতাই, চুরি, হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এসব গ্রেপ্তারের মধ্যে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নাশকতার মামলার অনেকেই রয়েছেন বলে জানান তিনি।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, ‘ইতিমধ্যে অনেক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি এ অভিযান অব্যাহত থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন