রংপুর চিনিকলের জমি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষার দাবি
সজল কুমার মহন্ত, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮শ’ ৪২ একর জমি অবৈধ দখলদাররা বেআইনীভাবে জবর দখল করেছে। দখলদার ভূমিদস্যুরা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে তাদের দখল স্থায়ী করতে নানা অপতৎরতায় লিপ্ত রয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকালে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এদের উচ্ছেদসহ এর প্রতিকারের দাবি জানিয়েছে।
রংপুর চিনিকল শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন লিখিত বক্তব্যে উলে¬খ করেন, চিনিকল প্রতিষ্ঠাকালে উক্ত সম্পত্তি সমুদয় মূল্য পরিশোধ পুর্বক সরকার অধিগ্রহণ করে তৎকালীন মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৫৯৬ একর জমিতে মিলের তত্ত্বাবধানে চিনি উৎপাদনের লক্ষ্যে নিয়মিত আখ চাষ করা হচ্ছে। অথচ কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ‘ভূমি উদ্ধার কমিটির ব্যানারে’ আদিবাসীসহ স্থানীয় জনগণের মধ্যে তাদের ব্পা-দাদার সম্পত্তি ফেরৎ দেওয়ার অপপ্রচার চালিয়ে তাদের দিয়ে খামারের জমি জবর দখল এবং বসতি স্থাপন করে এবং গোটা খামার এলাকায় সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়।
এমতাবস্থায় শিল্প মন্ত্রণালয়ের ১২-৭-১৬ ইং এক পত্র মোতাবেক মিল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে দখলদাররা তীর ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভূমিদস্যুদের ভাড়াটে সন্ত্রাসীরা খামারের অফিসে হামলা, ভাংচুর ও গোডাউনে রক্ষিত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় নিরাপত্তা রক্ষীকে মারপিট করে অফিস এবং সমস্ত দলিল দস্তাবেজ ও কাগজপত্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালসহ আব্দুল লতিফ প্রধান, আব্দুল মজিদ মিয়া, আনোয়ার হোসেন, নাজমুল হুদা, ফারুক হোসেন ফটু, গোলজার হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন