রংপুর রাইডার্সে ডেভিড ওয়ার্নার?
একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিপিএল দল রংপুর রাইডার্স। টম মুডি, ক্রিস গেইলদের পর এবার বড় চমক হিসেবে দেখা দিতে পারেন অস্ট্রেলিয়ান সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসর সামনে রেখে নিজেদের আরও সমৃদ্ধ করতে দেশি-বিদেশী তারকাদের দলে টানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই টেস্ট সফরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, অজি ওপেনারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের সঙ্গেও আলোচনা চলছে। এখন পর্যন্ত ফলাফল ইতিবাচক হিসেবেই প্রতীয়মান হয়েছে।
রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেছেন, ‘আমরা দলে অলরাউন্ডারদের অন্তর্ভূক্ত করে স্কোয়াডে ভারসাম্য বজায় রাখতে চাই। এ লক্ষ্য থেকে ওয়ার্নার ও মরিসের সাথে কথা চালাচ্ছি। খুব শীঘ্রই সব জানাতে পারব। ‘
বিপিএলের পঞ্চম আসর সামনে রেখে ইতিমধ্যেই স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা, ক্রিস গেইল, আরাফাত সানি, রুবেল হোসেন, কুশল পেরেরাদের মত তারকাদের দলে টেনেছে রংপুর। আরও গুঞ্জন রয়েছে যে, অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে পেতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন