‘রংবাজ’ ছবিতে শাকিবের সাথে থাকছে ৩ নায়িকা

ঢাকাই কিং শাকিব খান মানেই নতুন কোন চমক। ঈদে শাকিব খানের ছবি মানেই বাড়তি উত্তেজনা। প্রতিবারের মতো আসছে ঈদেও নতুন চমক নিয়ে হাজির হবেন এই অভিনেতা।
রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে শাকিব অভিনীত নতুন ছবি ‘রংবাজ’। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি। এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করছেন রিয়েলি আহম্মেদ ও লিয়ানা লিয়া। শামীম আহমেদ রনির পরিবর্তে ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। গত শুক্রবার (১৯ মে) থেকে পুবাইলে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হয়েছে।
বুবলি বলেন, ‘এর আগে ঈদে দুটি ছবি দিয়ে আমার অভিষেক হয়েছিল। এরই মধ্যে ‘অহংকার’ ছবির শুটিং শেষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে, আমি আগের চেয়ে ভালো করছি। তা ছাড়া মাঝে একটা বিরতি নিয়েছি এবং সে অনুযায়ী অনুশীলন করেছি। তাই আমার মনে হয় ‘রংবাজ’ ছবিতে নতুন বুবলীকে পাবে দর্শক। ’
পার্শ্বনায়িকা হিসেবে কাজ করা রিয়েলি আহম্মেদ বলেন, ‘এই ছবিতে আমি তিন নায়িকার এক নায়িকা চরিত্রে অভিনয় করছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে শাকিব খানের মতো একজন সুপারস্টারের সঙ্গে এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারব। ’
ছবির আরেক নায়িকা লিয়ানা লিয়া বলেন, ‘ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলাম। মডেলিং করেছি, বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছি। এবার চলচ্চিত্র শুরু করলাম। শুরুতেই শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কাজ করার সুযোগটা আমার কাছে অনেক লোভনীয়। সবাই দোয়া করবেন যেন আমি ভালো করতে পারি। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন