রংবাজ ছবির পরিচালকের কাছে অপুর প্রশ্ন?

শাকিব খানের দাবি-শামীম আহমেদ রনি পরিচালিত নতুন ছবি রংবাজ-এর নায়িকা হতে চেয়েছিলেন অপু। সেখানে শাকিবের বিপরীতে বুবলিকে নায়িকা করায় ক্ষুব্ধ হয়ে অপু হঠাৎ গণমাধ্যমে গিয়ে ঘরের গোপন কথা ফাঁস করেছেন। এদিকে নির্মাতা রনিও ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ইস্যু একটাই, রংবাজ। এবার রনিকে উদ্দেশ করে অপু বলেন, জনাব শামীম আহমেদ রনি একজন পরিচালক হিসেবে আমি আপনাকে সম্মান করি এবং পছন্দ করি। আপনার বসগিরি শিরোনামের একটা ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম। এই ছবির জন্য আমি ফটোশুট করেছি এবং প্রস্তুতিও নিয়েছিলাম।
নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় অপু লেখেন, ছবির শুটিং শুরু হওয়ার আগেই আমি সরে গিয়েছি। কারণ আমি সন্তানের মা হতে যাচ্ছি এটা বুঝতে পারি। ছবির চেয়ে তখন আমার কাছে আমার অনাগত সন্তান বড় হয়ে যায়। আমি তখন আমার পাশের মানুষের পরামর্শ নিয়ে ইন্ডিয়া চলে যাই। তিনি আরও লেখেন, আমি যখন দেশে ফিরি স্বাভাবিকভাবে আমার শারীরিক পরিবর্তন আসে। যা সদ্য সন্তান জন্ম নেওয়া নারীদের ক্ষেত্রে হয়। আমি অনেক খানি মুটিয়ে যাই। আমি আমার সন্তানকে সময় দিয়ে নিজেকে ফিট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সন্তানকে সময়, তার চিকিৎসা, তার ভবিষ্যৎ চিন্তা করে আমার জন্য জরুরি হয়ে যায় আমার সন্তানকে জনসমক্ষে নিয়ে আসার।
চলচ্চিত্রে আসার জন্য এ সময়টাতে ফিট ছিলেন না উল্লেখ করে অপু বলেন, আমি শারীরিকভাবে সেই মুহূর্তে চলচ্চিত্রে আসার জন্য কোনোভাবে ফিট ছিলাম না। আমার একমাত্র ছেলের বয়স সবেমাত্র ছয় মাস পেরিয়েছে। কোনো মায়ের কাছে কি তার সন্তানের চেয়ে কর্ম বড় হতে পারে? তাহলে আমি কীভাবে সদ্য শুটিং শুরু হবে এমন ছবিতে অভিনয় করার জন্য ইস্যু তৈরি করব? আমি অপু বিশ্বাস আপনার কাছে এই প্রশ্নটা রাখলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন