‘রইস’ ট্রেলারে রোনালদো-মেসি!

ক্রীড়া হোক কিংবা সিনেমা- আমজনতার বিনোদন হলেই হলো। বাস্তবে ক্রীড়ার সঙ্গে সিনেমা কিংবা সিনেমার সঙ্গে ক্রীড়া মিলেমিশে একাকার।
আগামী ২৫ জানুয়ারি রিলিজ হতে চলেছে শাহরুখ খানের ‘রইস’। তার আগে সিনেমার ট্রেলার দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ট্রেলারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, ইতিমধ্যেই সেই ট্রেলারটি ঘিরে অনেকগুলি স্কিট ভিডিও-ও তৈরি হয়ে গিয়েছে। তবে সেগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হয়েছে রোনাল্ডো ও মেসিকে নিয়ে তৈরি ভিডিওটি।
ভিডিওতে রোনালদো বলছেন, ‘আম্মিজান কহতি থি, কোহই ধন্দা ছোটা নেহি হোতা। অউর ধন্দে সে বড়া কোহই ধরম নেহি হ্যায়’। আর উত্তরে মেসি বলছেন, ‘জিসকো তু ধন্দা বোলতা হ্যায় না, ক্রাইম হ্যায় ও। ’ সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ‘রইস’-এ শাহরুখ বনাম নওয়াজ, দেখতে সিনেমাহলে ভিড় জমাবেন সিনেপ্রেমীরা। তার আগে দেখে নিন রোনাল্ডো-মেসির ‘রইস’।
সূত্র: এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন