রওশনকে চিঠি দিলেন এরশাদ

গত কয়েক দিন ধরে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তার স্ত্রী এবং দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশনের মধ্যে চলছে বিরোধ। বিরোধের কারণ জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। এরপর পার্টির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে দলের নতুন মহাসচিব ঘোষণা দেন তিনি।
এমন অবস্থায় শনিবার রওশন এক বিবৃতি দেন। তিনি এরশাদের এসব সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে রোববার এরশাদ চিঠি দেন রওশনকে।
চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে এরশাদ তার স্ত্রীকে ‘প্রিয় সহকর্মী’ সম্বোধন করে লিখেছেন, আপনি পার্টির একজন শীর্ষ নেতা এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির চেয়ারম্যানের কাছে কোনো বিষয়ে আবেদন কিংবা বিবেচনার আহ্বান জানাতেই পারেন। সেটা আপনার সাংগঠনিক অধিকার। কিন্তু পার্টির স্বার্থে বিবৃতিতে উল্লেখিত আপনার প্রস্তাবটি বিবেচনা করতে পারলাম না বলে দুঃখিত।
চিঠিতে এরশাদ রওশনকে আশ্বস্ত করে লিখেছেন, আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আর আমি পার্টির নেতৃত্বে আছি। আমাদের উভয়ের মিলিত প্রচেষ্টায় জাতীয় পার্টি আগামী দিনে এগিয়ে যাবে।
এরশাদ আরও লিখেছেন, জি.এম. কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান করার ব্যাপারে আপনারও সম্মতি ছিল। কো-চেয়ারম্যান জাতীয় পার্টির কোনো গঠনতান্ত্রিক পদ নয়।
এরশাদ রওশনকে লিখেছেন, জিয়াউদ্দিন বাবলুকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আপনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। এটা ছিল দলকে বিভক্ত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন