রকের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া!

কোয়ান্টিকো টিভি সিরিজ দিয়ে হলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি পিপলস চয়েস অ্যাওয়ার্ডে জিতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রীর খেতাব। হলিউডে তার সাফল্যে এবার যোগ হচ্ছে আরেকটি নতুন পালক। দ্য রক নামে পরিচিত হলিউডের জনপ্রিয় অভিনেতা ডুয়াইন জনসনের বিপরীতে অভিনয় করছেন তিনি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ডুয়াইন জনসনের নতুন সিনেমা বেওয়াচ-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এছাড়া সিনেমায় থাকছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। সিনেমাটি তৈরি করা হচ্ছে নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচ এর কথা মাথায় রেখে।
বেওয়াচ সিনেমাটি পরিচালনা করবেন হরিবল বসেস এবং আইডেনটিটি থিফ খ্যাত পরিচালক সেথ গর্ডন এবং প্রযোজনায় রয়েছেন ডুয়াইন জনসন। এছাড়া প্রযোজনায় আরো আছেন মাইকেল বার্ক, গ্রেগ বোনান, বেউ ফ্লিন, জ্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান এবং ডগলাস সোয়ার্টজ।
সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন ফ্রাইডে দ্য থার্টিন্থ খ্যাত ড্যামিয়েন স্যানন এবং মার্ক সুইফট। শোনা যাচ্ছে সিনেমাটি কমেডি ঘরানার হবে। সিনেমাটিতে পামেলা অ্যান্ডারসন এবং ডেভিড হ্যাসেলহোফ থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
বেওয়াচ টিভি সিরিজটি প্রথম প্রিমিয়ার হয় ১৯৮৯ সালে এনবিসি চ্যানেলে। টিভি সিরিজটিতে অভিনয় করেছিলেন ডেভিড হ্যাসেলহোফ, পার্কার স্টেভেনসন, বিলি ওয়ারলক, এরিকা এলেনিয়াকসহ অনেকে। কিন্তু এক মৌসুম চলার পর বন্ধ হয়ে যায় এটি। পরবর্তীতে ১৯৯১ সালে আবারো ফিরে আসে বেওয়াচ এবং চলে প্রায় এক দশক ধরে। নতুন বেওয়াচে নেওয়া হয়েছিল ইয়াসমিন ব্লেথ এবং পামেলা অ্যান্ডারসনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন