রক্তের ঘ্রাণ ছাড়া আ’লীগারদের ঘুম হয় না: রিজভী

যারা আওয়ামী লীগ করে রক্তের ঘ্রাণ ছাড়া তাদের ঘুম হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘সদ্য সমাপ্ত ২টি ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৫০ জনের বেশী নিহত হয়েছে। এজন্য আওয়ামী লীগ দায়ী। রক্তের ঘ্রাণ ছাড়া যেন আওয়ামী লীগারদের ঘুম হয় না।’
আসন্ন ৩য় ধাপের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ি, বাক্ষ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না’।
তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি এবং নির্বাচনি কর্মকর্তাদের কারণে সরকারি দল আরও বেশী বেপরোয়া হয়ে গেছে। আর যে কত মায়ের কোল খালি হবে সেটি দেখার বিষয়।’
গোটা জাতির দম বন্ধ করে দিয়ে সরকার আতঙ্ক সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনী এলাকাগুলোতে একাত্তরের মত অবস্থা বিরাজ করছে।’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা না বলাই ভাল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন গোটা জাতির কাছে অপরাধী হয়েই থাকবে।’
জনগণ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না মন্তব্য করে রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনতার আদালতে তাদেরকে দাড়াতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন