রক্তের প্লাবনে ভাসছে মানবতা
আফগান, ফিলিস্তিন, সিরিয়া, মিয়ানমার, ফোরাতের তীরের মৃত্যুর কারবালা
রক্তের নদী, সাগর, যেনো মুক্তিযুদ্ধের ভয়াল একাত্তর!
লেখা ছাড়া আমার কিন্তু করার নেই কিছুই
যাদের আছে তাদের বলি, আমার দেখানো মানবতায় কিচ্ছু হবে না,
চাইলেই আমার বাড়িতে স্থান দিতে পারবো না, একটি পরিবার, একটি শিশু, একজন নারী।
গল্প, কবিতা, টক, ঝাল, মিষ্টি শো তে আওড়াতে পারি
পত্রিকায় পাতায় চটকদার, অশ্রু বিসর্জনের দু চার লাইন,
কিংবা পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে
চোখ ভিজেয়ে দিতে পারি, রক্তের নদী হবে কি?
বাংলাদেশ সরকারকে আশ্রয় দিতে বলছি দেয়া উচিত,
আইওয়াশ মালয় মন্ত্রীকে তার দেশের রাজপথে দেখছি
মানবতা যদি থাকে, কূটনৈতিক চাপ বাড়ান, দেশ বিদেশে এমনিতেও দৌড়ান ,
এবার না হয় মায়ানমার নিয়ে কথা বলুন, মুসলিম না হোক, পড়শী বলে কথা;
মানবতা হাঁটছে রাজপথে, আগুনে ভস্ম হচ্ছে বাড়ি, রক্তের নদীতে নাইছে ভিক্ষু
সব দেশেতো আছে অনেক ধনী, জ্ঞানী গুণী, সমাজসেবী ধর্মসেবী
মক্কা, মদিনায় যখন মুসলিমের আশ্রয় হচ্ছে না, বাহরাইন, দুবাই, ওমান যখন দেখছে না
কী করা? আমরা লিখছি, খবর ভাইরাল করছি, পোস্ট দিচ্ছি, কবিতা হচ্ছে সেই রকম;
সরকারকে পুনর্বাসনের চাপ দিন, কতজন পাহাড়ে, কতজন জঙ্গলে ঠাঁই হবে বলতে পারেন,
কতজন কার বাড়ি ঘরে আশ্রয় পাবে, আলেম, ওলামা, মাশায়েখ,
মন্ত্রী, মিনিস্টার তাদের অগ্রাধিকার, তালিকা করেন।
নিজে দেশেও কত ঝামেলা, বন্যা, খরা, শীত, বেকারত্বের নাই সমাধান,
স্টেশন, ফুটপাতে মানুষ বস্তি পুড়ে হচ্ছে ছারখার ওদের দেখার কেউ নেই,
আছে মানবতা মুখে আর আমার কবিতায়।
লোমহর্ষক ছবি দেখে হচ্ছি বাকরুদ্ধ, কী করার আছে আমার,
চাপ দেবে কে কারে বন্ধ করতে মানুষ হত্যা মিয়ানমারে।
বাবর আলীদের কাগজে কলমে দরদ আর প্রতিবাদ করা ছাড়া কিছুই করার নেই
যারা করতে পারেন, করেন, মারণাস্ত্র, সমরাস্ত্র নিয়ে খেলা আর কতো?
জীবন নিয়ে নিয়ে, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। বিবেকের দরজা খুলুন।
শুধু মুসলিম নয় মানুষ হত্যা বন্ধ করুন, নিজের সন্তান, পরিবারের কথা ভাবুন।
অহিংসা পরম ধর্ম প্রমাণ করুন, রক্তের প্লাবনে ভাসছে মানবতা, ধিক, বিশ্ব বিবেক!
লেখক: সিঙ্গাপুর প্রবাসী
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন