রণবীরকে ছেড়ে সালমানের কাছে ফিরছেন ক্যাট!

রণবীরের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নাকি ক্যাটরিনা প্রাক্তন প্রেমিক সালমান খানের
পরামর্শ নিয়েছিলেন। কিন্তু কেন সালমানের পরামর্শ নিলেন ক্যাট? নাকি প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন ক্যাট- এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিমহলে।
গত তিন বছরে বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সম্পর্ক শুরু হয়েছে। গভীর হয়েছে। কিন্তু এর মাঝে একাধিকবার ভাঙনের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু শেষতক গুঞ্জনই সত্যি হলো। রণবীরের সঙ্গে থাকলেন না কাটরিনা। সম্প্রতি তাদের ভাঙনের সংবাদটি মিডিয়াতে ফলাও করে প্রচার হয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে আলোচিত এ প্রেম বিচ্ছেদের নেপথ্যে কাটরিনার সাবেক প্রেমিক সালমান খান দায়ী এমন খবরও শোনা গেছে। এ নিয়ে নানা মহলে উঠেছে অনেক তর্ক-বিতর্কও।
এদিকে সবকিছুকে ছাপিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। কাটরিনা সালমানের কাছেই ফিরে যাচ্ছেন। গুজব নয়, সত্যি। প্রমাণও আছে। আর সেটা সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের সঙ্গে সাক্ষাতের ছবিই বলে দিচ্ছে। রাত ১টার দিকে কাটরিনার মুম্বইয়ের একটি এলাকায় গিয়েছিলেন। কিছু সময় অপেক্ষার পরই দেখা গেল সালমানের গাড়ি। নামলেনও ৫০ বছর বয়সী এ অভিনেতা। দুজন ২ ঘণ্টারও বেশি আলোচনা করেন। জানা গেছে, সে বৈঠকের মাঝে নির্মাতা কবীর খানও যোগ দিয়েছেন। এদিকে সালমান ও কাটরিনার এমন সাক্ষাতের বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় বলিউডে। সবার ধারণা, শিগগিরই তাদের ভেঙে যাওয়া সম্পর্কটি আবারও জোড়া লাগছে। তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে মুখ খোলেননি সালমান কিংবা কাটরিনা কেউই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন