রণবীরের মাকে নিয়ে যা বললেন দীপিকা!

এর আগে যা কিছু বলার, তার বেশির ভাগটাই বেরিয়েছে নীতু কপূরের মুখ দিয়ে! ছেলের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সম্পর্কে! মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সব মন্তব্যে দীপিকাকে নিয়ে খুব একটা ভাল কিছু বলতে শোনা যায়নি নীতুর তরফে! দীপিকা কিন্তু চুপ করেই থেকেছেন বরাবর! তবে, এ বার রণবীরের মাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দীপিকা। এবং রাখ-ঢাক না করে টুইটারে লিখেও দিলেন মনের কথা!
কী বলছেন দীপিকা রণবীরের মাকে নিয়ে?
বলছেন, “দেখুন, কী মিষ্টি-ই না লাগছে না ওঁকে!” দীপিকার কথাটা শুনে চোখ কপালে উঠতেই পারে সবার! বরাবর তো সবাই তাঁর আর নীতুর শীতল সম্পর্কের কথাই জানত! তা হলে কী এমন ঘটল যে রণবীরের মায়ের প্রশংসায় মুখর হলেন নায়িকা?
আসলে, ইদানীং বলিউডে ঝড় উঠেছে ডাবস্ম্যাশ ভিডিও পোস্ট করার! সেই ঝড়ে হালফিলে গা ভাসালেন নীতুও! কর্ণ জোহরকে সঙ্গে নিয়ে রণবীর-দীপিকার ‘তামাশা’ ছবির গানে নাচতে দেখা গেল তাঁকে সেই ভিডিওয়!
তা, তাঁর ছবির গানে যদি পা মেলান নীতু, দীপিকার কি তবে চুপ করে বসে থাকা সাজে? সেই জন্যই টুইটারে রণবীরের মায়ের প্রশংসা করতে দেখা গেল দীপিকাকে!
অবশ্য, এ হেন প্রশংসার পিছনে আর একটা কারণও রয়েছে। দু’জনের সম্পর্কের বরফটাকে আগ বাড়িয়ে ভেঙেছেন নীতুই! মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন তিনি, ক্যাটরিনার চেয়ে দীপিকাই না কি তাঁর বেশি কাছের, বেশি পছন্দের! এ বার সেই প্রশংসারই প্রত্যুত্তর দিলেন দীপিকা, এই যা!
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন