রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন সাইফ কন্যা!

অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সারা। তাই সিনেমায় অভিষেকের গুঞ্জনটি আরো জোরালো হয়েছে।
প্রথমে শোনা যাচ্ছিল, টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এরপর গুঞ্জন ওঠে, শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া জিনিয়াস শিরোনামের একটি সিনেমায় সারাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।
নতুন গুঞ্জন ওঠেছে, মুম্বাইয়ের দুই র্যাপার ডিভাইন ও নেইজিকে নিয়ে গলি বয় শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা জয়া আখতার। আর এ সিনেমায় অভিনয় করবেন রণবীর সিং ও সারা খান। রণবীর দুই র্যাপারের একজনের ভূমিকায় অভিনয় করবেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি ট্যাবলয়েড।
সূত্রের বরাত দিয়ে ট্যাবলয়েডটি জানিয়েছে, জয়া আখতারসহ ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি উভয় প্রযোজক সারার সঙ্গে কথা বলেছেন। তারা বর্তমানে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। গলি বয়’র সিনেমার মাধ্যমে সারার অভিষেক হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিনেমাটির চিত্রনাট্যকার রিমা কাগতি ও নির্মাতা জয়া আখতার উভয়ই কাছ থেকে র্যাপার ডিভাইন ও নেইজির জীবনযাপন পর্যবেক্ষণ করেছেন। তারপরই তারা সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
ডিভাইন ও নেইজি দুজনই মুম্বাইয়ের প্রসিদ্ধ র্যাপ গায়ক। তাদের বেশির ভাগ গানই এই শহরকে ঘিরে। ডিভাইনের (আসল নাম ভিভিয়ান ফার্নান্দেজ) গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘ইয়ে মেরা বোম্বে’। তার পর তিনি গেয়েছেন ‘মেরি গলি ম্যায়’, এ থেকেই সিনেমাটির নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে র্যাপার নেইজির প্রথম গান ছিল ‘আফাত’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন