রণবীরের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে মরিয়া ক্যাটরিনা!
:সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের কয়েক বছরের প্রেম ভেঙে গেছে। কিন্তু নিজের মন থেকে রণবীরকে এখনো বোধহয় সরাতে পারেননি ক্যাটরিনা। এজন্য নতুন করে সম্পর্ক জোড়া লাগাতে নাকি মরিয়া হয়ে উঠেছেন এই বলিউড অভিনেত্রী।
শোনা গেছে, কারিনা কাপুর খান তার কাছের বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। সেখানে দাওয়াত পেয়ে সেখানে গিয়েছিলেন রণবীর। আর তা জানতে পেরে বিনা দাওয়াতেই সেখানে চলে যান ক্যাটরিনা। উদ্দেশ্য রণবীরের সাথে কথা বলা।
একই কথা জানিয়ে একটি সূত্র বলেছে, গত সপ্তাহে রণবীর তার কাজিন কারিনা কাপুরের আয়োজিত ডিনার পার্টিতে গিয়েছিলেন। সেখানে ক্যাটকেও দেখা গিয়েছিল। ক্যাট জানতেন রণবীর সেখানে আছে এবং ঐ এলাকায় এই বলিউড অভিনেত্রীর গাড়ি কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল। ক্যাটরিনা রণবীরের সাথে কথা বলতে চেয়ছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্যাটরিনার সঙ্গে একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রণবীর।
সূত্রটি আরো বলেছে, আমি মনে করি তার উচিত ক্যাটরিনার সঙ্গে কথা বলা। কেউ তাদের আবার একসঙ্গে মিলতে বলেনি। কিন্তু ক্যাটরিনা যদি কাছে আসতে চায় তবে তার সেটা করা উচিত।
এর আগেও ক্যাটরিনা ও রণবীরের বন্ধু আরতি শেঠির আয়োজিত পার্টিতে গিয়েছিলেন তারা। সেখানে রণবীরের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার রণবীরের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু রণবীর সরাসরি বলেছে, কিছু বলার থাকলে সবার সামনেই কথা বলতে।
এরপর সবার সামনেই রণবীরকে ক্যাটরিনাকে বলেন, আমার এক হওয়া যায় কিনা। কিন্তু রণবীর সরাসরি নাকোচ করে দিয়ে বলেন, আমি চলে গেছি। তোমারও উচিত চলে যাওয়া। আর এই কথায় কান্নায় ভেঙে পড়েন ক্যাটরিনা। খবর: ওয়ান ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন