রণবীর কাপুর না রণবীর সিংহ, কার ঘরে যাবেন দীপিকা?

প্রেমটা প্রথম চলছিল রণবীর কাপুরের সাথে। এরপর তার সাথে ব্রেকআপ করে নতুন প্রেম শুরু হয় রণবীর সিংহের সাথে। বর্তমানে এই সিংহের সাথেই রয়েছে দীপিকা পাডুকোনের প্রেম।
এদিকে এরমধ্যে হঠাৎ করেই কানাডা থেকে দেশে ফিলে রণবীর কাপুরের সাথে একান্তে সময় কাটান দীপিকা! যা নিয়ে দারুণ আলোচনা শুরু হয় বলিউডজুড়ে। এর ক’দিন পরই শ্রীলঙ্কায় এক বন্ধুর বিয়েতে যান দীপিকা। আর সেখানে রণবীর সিংহও হাজির হন। এতে জল্পনা শুরু হয়, দুই রণবীরের সাথেই ভারসম্য রক্ষা করে সম্পর্ক চালিয়ে যাচ্ছে পাডুকোন! তাহলে তিনি কোন রণবীরের সাথে গাঁটছাড় বাঁধবেন? এখন এমনই প্রশ্নই বলিউডজুড়ে চলছে।
রণবীর সিংহের সঙ্গে তার অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবিটি এই মুহূর্তে বলিউডে দীপিকার মুক্তি পাওয়া শেষ ছবি। এর কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের সঙ্গে তার অভিনীত ‘তামাশা’। এই ছবির শ্যুটিং সেট থেকেই রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্কটা বেশ ভালমতো জোড়া লাগতে দেখা যাচ্ছিল।
অথচ, বছর খানেক ধরেই রণবীর সিংহের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে ঢাক গুড়গুড় বলিউডে। রণবীর সিংহ তো নানা সময়ে দীপিকাকে তার জীবনের ‘লেডি লাক’ বলে মন্তব্যও করেছেন। দীপিকার হয়ে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনেও ট্রফি নিয়েছেন রণবীর সিংহ। কিন্তু, কী এমন ঘটল যে প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কপূর না রণবীর সিংহ— কাকে ছেড়ে কার কাছে যাবেন সেই নিয়ে চুল ছেঁড়ার যোগাড় হল দীপিকার?
আসলে দীপিকা এখন এত ব্যস্ত যে দুই রণবীরের জন্য সময় বের করা তার পক্ষে নাকি কঠিন। অথচ, তার কাছে দু’টি ছবির প্রস্তাব এসেছে। দু’টি ছবির একটিতে নায়ক রণবীর কাপুর, অপরটির নায়ক রণবীর সিংহ। যে কোনও একটি ছবি তাকে সই করতে হবে। তাই বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংহ না প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর— কার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন— এই নিয়ে সংশয়ে দীপিকা। গোদের উপর বিষ ফোড়া কবীর খানের পরিচালনায় সালমান খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব। সত্যি তো শ্যাম রাখবেন না কুল রাখবেন দীপিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন