রণবীর-দীপিকার ‘হট কিস’ ‘হ্যান্ডেল’ করতে পারল না সেন্সর বোর্ডের
সেন্সর বোর্ডের কাঁচি পড়ল দীপিকা-রণবীরের চুমুতে। চুমুটা এতটাই উষ্ণ ছিল, যে তা কেটে বাদ দিত হল, ছবিকে সার্টিফিকেট দিতে গিয়ে এমন মতই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। সেন্সর বোর্ডের তরফে জানানো হয়, “কিসিং সিন ইজ ভেরি হট টু হ্যান্ডেল”। তামাশা ছবির একটি দৃশ্যে রণবীর কাপুর ও দীপিকা পাডুকনকে দেখা যায় ‘লিপলক’ করতে। ওই দৃশ্য রাখা যাবে না সিনেমায়। সেন্সরের ‘কাঁচি’ প্রসঙ্গে বলিউড তারকা দীপিকা জানান,”সিনেমার স্ক্রিপ্ট অনুযায়ী চুমুটা ওই দৃশ্যে প্রয়োজন ছিল। তবে ওই চুমুর দৃশ্যটা বাদ গেলেও ছবিতে তাঁর খুব একটা প্রভাব পরবে না”।
চুমুর দৃশ্য বাদ যাওয়ায় চটেছেন তামাশার হিরো রণবীর কাপুর। চকলেট হিরো ইমেজের রণবীর কিছুটা বিদ্রূপের সুরেই বলেন,” আমি সেন্সর বোর্ডের সদস্যদের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমার মনে হয় সেন্সর বোর্ডের আরও একটু উদার ভাবনার হওয়া উচিত”।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন